জৈব বীজ – Organic Seeds- Jaibo Beej
কৃষি বিজ্ঞানীরা বলছেন, জৈব পদ্ধতিতে চাষ নিশ্চই ভাল। আর জৈব বীজে বোনা ফসল আরও বেশি নিরাপদ। এতদিন তা বিচারের অবকাশ ছিল না। কারণ, জৈব বীজের আকাল। বর্তমানে তার প্রসার ঘটায় মানুয় এর সুবিধা বুঝতে সক্ষম হয়েছে।
Take care about these people as they are practicing international cheating.

Watch Video -জৈব বীজ – Organic Seeds- Jaibo Beej এর নামে প্রতারণা
এই প্রতারক চক্রটি বিভিন্ন কলা-কৌশলে বাংলাদেশীদের কাছথেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। ছবি গুলি দেখে এদেরকে চিনে নিন এবং কোথাও দেখা মাত্র নিকটস্থ পুলিশ ষ্টেশনে সংবাদ দিন বা এদেরকে ধরিয়ে দিন। আমি শুনেছি এই চক্রটি গুলশানের আশে-পাশেই অবস্থান করছে। বিশেষ করে গুলশান ২ এবং বাড্ডায় (ঢাকা) এদের অবস্থান।
This man will introduce him as below:
assalamu alaikum dear Brother, my name is AHMED from France, I got your contact on fb please don’t mind. I am searching for a product in Bangladesh, I need information from you please. The name of the seed Jaybo bich organic seed it’s mostly found in the mango forest between Bangladesh and India. If you have any idea about this Jaybo bich organic seed where I can get it in Bangladesh please let me know. My representative will travel to Bangladesh and purchase it. it’s used for medicines purposes and other’s jaybo bich organic seed is use to cure sicknesses like H I V HIGH Blood pressure cancer Diabetes Chronic kidney disease .In 2020 a farmer in Bangladesh use to supplies us but we lost his contact the number during the corona period for almost two years now. We are still looking for a new suppliers in Bangladesh.we usually buy 1 piece from the X farmer $60 per piece We really need this organic seed brother if you found it anywhere in Bangladesh please update me. Or send me a picture. I will send my representative with cash money to come to Bangladesh and purchase from 5000 pieces to 20000 pieces.
This is the photo of Represented (another cheat)

Bangladeshi guy with the contact numbers:
+8801748878992-+8801752782726
Mr kaosar Prodan is visible in this video
Picture of Jaibo Beej

জৈব বীজ – Organic Seeds কি?
জৈব বা অরগানিক বীজ বলতে বুঝায় যে বীজে কোন মানব তৈরী রাসায়নিক উপাদান প্রবেশ করে নাই। আর সেই কারণেই জৈব বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলি লোকালয় থেকে অনেকদূরে বা পাহাড়ি এলাকায় গড়ে উঠেছে। এই বীজ উৎপাদনকারী খামার বা বাগানগুলি তাদের জৈবতা বজায় রাখার জন্য লোকালয়, হাট-বাজার, মিল-ফ্যাক্টরী ইত্যাদি থেকে অনেক দূরে রাখা হয় যাতে কৃত্তিম রাসায়নিক উপাদান প্রবেশ করতে না পাড়ে। অতঃপর এর গুণগতমান সঠিক কিনা তা যাচাই করার জন্য বি এস টি আই (বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেষ্টিং ইনষ্টিটিউশন) এর মত প্রতিষ্ঠান রয়েছে। যথাযথ পরিক্ষা-নিরীক্ষার পর তারা সার্টিফিকেট প্রদান করে থাকে এবং প্রতিটি বাক্স বা পেকেটের গায়ে কোড প্রদান করে থাকে। মনে রাখবেন, এই অরগানিক সার্টিফিকেট বা কোড নম্বর ছাড়া কোন উৎপাদন অরগানিক হিসাবে বিবেচিত হবে না।

আমরা যে জৈব বীজ বা অরগানিক সিড নিয়ে কথা বলছি তা বাংলাদেশের পাহাড়ি এলাকায় উৎপাদন হয়। কিন্ত এর চাহিদা আন্তর্জাতিক বাজারে প্রচুর। আর এই জৈব বীজটি বডি বিল্ডার্স বা রেসলিং এর মত যারা শারীরিক কষরত করে থাকেন তারা পেশি শক্তি বৃদ্ধির জন্য ব্যবহার করে থাকেন। বিদেশীরা অনেক চড়া মূল্যে বাংলাদেশ থেকে এই বীজটি নিয়ে যায়। ধারনা করা হচ্ছে, অনেক জটিল ও কঠিন রোগের ঔষধের কাচামাল হিসাবে এই বীজটি ব্যবহার করা হয়। যেমন ধরুন: এইচ আ ভি, ক্যান্সার, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, ক্রনিক ও কিডনি ডিজেস।

বর্তমানে এর প্রতি পিসের মূল্য ৫,০০০/- টাকা। যদি আপনিও এর কয়েকপিস কিনতে চান, তাহলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করুনঃ
মোঃ শামসুল আরেফিন, মোবাইল নং ৮৮০-১৭১৫-৬৬০৯০৫, ইমেইলঃ [email protected]
ঠিকানাঃ
সাগরিকা
হাউজ নং – ২০
রোড নং – ২
কল্লানপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি, মিরপুর, ঢাকা
Watch Video:
Thanks.